শেরপুরে জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা, সমন্বয় জোরদার এবং বাস্তবায়নে গতি আনার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সভায় বিভিন্ন প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপনসহ নানা সমস্যা ও চ্যালেঞ্জসমূহ আলোচনা করা হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




