শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ভুয়া চিকিৎসক বাবাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার ছেলের ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। দন্ডপ্রাপ্ত ওই ভুয়া চিকিৎসকের নাম খোরশেদ আলম (৬৮)। তিনি পৌরশহরের ছিটপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

জানা যায়, দীর্ঘদিন যাবত রোগীদের ভুয়া চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন খোরশেদ আলম। পরে মঙ্গলবার দুপুরে পৌরশহরের মধ্যবাজার এলাকায় একটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে খোরশেদ আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে তার ছেলে সালমান সাদিকের মালিকানাধীন দেশ ফার্মেসিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম এবং নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, এ ধরনের ভুয়া ডাক্তার ও অবৈধ ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

