শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ আইনে উপজেলার মধুটিলা রেঞ্জ অফিসে ক্ষতিগ্রস্ত ৩৬ জনকে ওই অনুদানের চেক বিতরণ করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মোঃ দেওয়ান আলী, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল করিম, সমশ্চূড়া বিট কর্মকর্তা মোঃ কাউছার হোসেন, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবর রহমান চৌধুরী, বন্যপ্রাণী অধিকার কর্মী কাঞ্চন মারাকসহ স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) এর সদস্যরা উপস্থিত ছিলেন।
বন বিভাগ সূত্র জানায়, এদিন নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৩৬ জনের মাঝে মোট ৬ লাখ ৭৩ হাজার টাকা ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।

