টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী বাসষ্টেশনে ঢাকা হসপিটাল এন্ড ডায়াগোনেষ্টিক সেন্টারে কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও ডাক্তারের ভূলচিকিৎসায় শিশুটি বেচেঁ থাকলেও প্রাণ হারালো মা মুন্নি। এঘটনাটি ঘটে ১৪ ফেব্র“য়ারী শুক্রবার সকাল ৮টায়। বিক্ষুব্ধ জনতা ওই ডায়াগোনেষ্টিক সেন্টার ঘেড়াও করে রাখলে কৌশলে পালিয়ে যায় কর্তৃপক্ষ সহ কর্তব্যরত ডাক্তাররা ।
জানাযায়, উপজেলার যোগারচর গ্রামের হারুনুর রশিদের স্ত্রী মুন্নি আক্তার(২০)গর্ভবর্তী অবস্থায় ১৩ফেব্র“য়ারী বিকালে চেকঅ্যাপ করার জন্য ওই হাসপাতালে আসলে অর্থলোভী,তথাকথিত ডাক্তার, অরুন চন্দ্র রায় মুন্নির পরিবারকে ভূলবুঝিয়ে সিজার করার পরামর্শ দিয়ে সেখানেই ভর্তি করে।
শুক্রবার সকালে মুন্নিকে সিজার করলে এতে ছেলের জন্ম হয়। কিন্তু ডাক্তার অরুন চন্দ্র রায় সুস্থ্য মা মুন্নিকে ভূল ইনজেকশন পুষ করালে সাথে সাথে তার মৃত্যু হলে কর্তব্যরত ডাক্তার ও তার সহযোগি নার্সরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে তার পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়লে স্থানীয় জনতা হসপিটাল ঘেড়াও করে রাখে। পরে কালিহাতী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় স্থানীয় সাংবাদিকরা ছবি তোলতে গেলে এস.আই ইস্কানদার হাবিব ছবি তোলতে বাধাঁ দেয় এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। স্থানীয়রা বিষয়টি রহস্যজনক মনে করছেন।
উলেখ্য ওই ডাক্তারের হাতে ভূলচিকিৎসায় প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। কালিহাতী থানা পুলিশ জানায়, লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে,প্রেরন করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। মুন্নির বাবার বাড়ী ঘাটাইল উপজেলার শেখ শিমুল গ্রামে।