তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : আসন্ন ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে কুমিলার সেরা “রিমিক্স ডান্স গ্রুপ” এর ৭ম বছর পূর্তি উপলক্ষ্যে কালিয়াজুরী পি.টি.আই স্কুল মাঠে এক “জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার” আয়োজন করা হয়েছে।
ওই অনুষ্ঠানে জাতি-বর্ণ-ধর্ম র্নিবিশেষে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দকে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার আহবান জানান- কুমিল্লা মহানগরী কালিয়াজুরী’র কৃতি সন্তান রিমিক্স ডান্স গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাহেদুল হক (তপু)।