শ্যামলবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় যারা হতাহত হয়েছেন, তাদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি ৭ জানুয়ারী মঙ্গলবার বেলা ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ঘুরে আহতদের খোঁজ নেওয়ার সময় সাংবাদিকদের ওই কথা জানান।

এসময় তিনি বলেন, সহিংসতা কোন গণতন্ত্রের ভাষা হতে পারে না। যারা সহিংসতা করে তারা কোন রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। সিইসি বলেন, নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে যারা হতাহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়া হবে। এরা কোন সরকারের বা দলের কাজ করতে গিয়ে নয়, দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন।
এর আগে নির্বাচনকে ঘিরে সারাদেশে সহিংসতায় পুলিশ ও প্রিসাইডিং অফিসারসহ আহতদের খোঁজ-খবর নেন পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
উলেখ্য, নির্বাচনী সহিংসতায় দগ্ধ ৩ পুলিশ ও এক প্রিসাইডিং অফিসারসহ ৩৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।
