ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : অবৈধ সরকারের পদত্যাগ, ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল, ও দেশব্যাপী শীর্ষ নের্তৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে ১৮ দলের ডাকা ৭২ ঘন্টা অবরোধের তৃতীয় দিন সোমবার ডুমুরিয়ায় শান্তিপূর্ন ভাবে অতিবাহিত হয়েছে। কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন সাধারন সম্পাদক চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ, মতিয়ার রহমান বাচ্চু, চেয়ারম্যান দিদারুল হোসেন দিদার, শেখ জয়নাল আবেদিন, গাজী আ: হালিম, মোল্যা মশিউর রহমান, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান, মোল্য কবির হোসেন, মনির হোসেন গোলদার, দেলোয়ার হোসেন, ফরহাদ হোসেন, শেখ আ: মান্নান, মোল্যা একরামুল হোসেন, আবুল হোসেন সরদার, পরিতোষ কুমার বালা, শহীদ মোড়ল, মেম্বর আশিকুর রহমান, হাফেজ মতিয়ার রহমান, মাও: খলিলুর রহমান, নিত্যানন্দ মন্ডল, আহাম্মদ আলী ফকির , আবুল কাশেম মোল্যা, সুলতান আহাম্মেদ,মোল্যা মনিরুল ইসলাম, মাও: আব্দুস সালাম, সোহরাব হোসেন, আব্দুর রাজ্জাক, মল্লিক সিদ্দিকুর রহমান পারু,কাজি মিজান, মোনায়েম গাজী, শেখ আ: রশিদ, গাজী আ: রব, হাফিজ সরদার, জিল্লুর রহমান, জি এম সাইকুল ইসলাম, কোবাদ শেখ, গাজী আ: আজিজ, গাজী আ: হান্নান, মাহবুর রহমান পিকুল, শহীদ খান, হাবিবুর শেখ, হেমায়েত রশিদ খান, হযরত আলী, ফরিদুল ইসলাম, হায়দার আলী খান, ছাত্তার সরদার, ইসলাম শেখ, আবুল কালাম, কল্যান বাড়ই, সমিত বৈরাগী, তাজনুর রহমান, শেখ আ: গফ্ফার, আ: সালাম সরদার, ফরিদ শেখ, মহিতুল ইসলাম, আবুল কাশেম, বিল্লাল গাজী, ছুটুল বিশ্বাস, মাহমুদ আলী, শাহাজালাল, সরদার আবু জাফর,পারভেজ গাজী, নাজমুল শেখ, গৌর বিশ্বাস, সোহাগ গোলদার, মুজি সরদার, মনিরুল শেখ, হাফেজ আ: রশিদ, আবু মুসা, বিজয় কুমার, জি এম রনি,শেখ তৌফিকুল ইসলাম, মেহরাব হোসেন মুন্না, হাফেজ আলমগীর, হাফেজ কবির, জুয়েল গাজী, মনু সরদার, আলম মহালদার, জামিনুর শেখ, সালাতুল শেখ, শহিদুজ্জামান বেল্টু প্রমুখ। সমাবেশ শেষে অবরোধের সমর্থনে একটি মিছিল ডুমুরিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে।