ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা : শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) নির্বাচনী এলাকায় ভিন্ন কৌশলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অব:) মুহাম্মদ মাহমুদুল হাসান।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার হাসলীগাও এলাকার কৃতি সন্তান নেতা ও ব্যক্তির সমালোচনায় অনভ্যস্ত এই সাবেক সেনা অফিসার ২০১০ সালে চাকুরি থেকে অবসর গ্রহণের পর থেকেই বিএনপির সাথে জড়িত। বেশ কিছুদিন ধরেই তিনি ঝিনাইগাতীর ঐক্য ও সংহতিসহ নানা ইস্যু নিয়ে এলাকায় বিচরন করছেন। খোজ রাখছেন শ্রীবরদী এলাকারও। ইতোমধ্যে তার সচিত্র রঙ্গিন পোষ্টার ও লিফলেটের মাধ্যমে নির্বাচনী এলাকার জনগণকে শুভেচ্ছা দেওয়ার মধ্য দিয়ে জানান দিয়েছেন নিজেকে। সেইসাথে লিফলেটে তুলে ধরেছেন তার ভবিষ্যত পরিকল্পনা। অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা যেখানে দলীয় নেতা কর্মীদের সাথে সম্পর্কের ঝালাই দিতে ব্যস্ত, ঠিক তখন তিনি দলীয় গন্ডিতে সীমাবদ্ধ না থেকে এলাকার দলমত নির্বিশেষে সকল স্তরের শিক্ষিত-সচেতন মানুষকে ঝিনাইগাতীর আঞ্চলিকতায় ঐক্যবদ্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকার স্কুল-কলেজ, মাদ্রাসায় তার বিশেষ গণসংযোগের বিষয়টি আলোচনায় ওঠে আসছে।
