স্টাফ রিপোর্টার : শেরপুরে পৃথক ঘটনায় দুই যুবক খুন ও ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কামারেরচর বাজারে সিএনজি অটোরিক্সার সিরিয়াল ও চাঁদা নিয়ে ঝগড়ার জের ধরে প্রতিপক্ষের হামলায় এমদাদুল হক (২৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয় এবং ১০ জন আহত হয়।
অপরদিকে, মোবাইল ফোন চুরির অভিযোগে লছমনপুর ইউনিয়নের কৃষ্টপুর দড়িপাড়া গ্রামে স্থানীয়রা এক যুবককে পিটিয়ে হত্যা করে। নিহত আব্দুল মজিদ (১৯) ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। এ খুনের ঘটনায় পুলিশ মোতালেব (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
সদর থানার ওসি মাজহারুল করিম পৃথক ঘটনায় ২ যুবক খুনের সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পৃথক হত্যা মামলা হয়েছে। একটি ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
