ভূমি অটোমেশন প্রকল্পের ২০২৫-২৬ অর্থবছরের আওতায় শেরপুরের সকল উপজেলা ও রাজস্ব সার্কেল ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মানোন্নীত অটোমেটেড ভূমি সেবা সম্পর্কে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৬ অক্টোবর রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় তিনি বলেন, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রক্রিয়া, তথ্য হালনাগাদ ও নাগরিক সেবার মানোন্নয়নে আধুনিক পদ্ধতির ব্যবহার বিষয়ে বাস্তব ধারণা অর্জন করবেন এবং ভূমি সেবা দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে সহায়ক ভূমিকা রাখবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা। ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ সকল ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




