শেরপুরের শ্রীবরদীতে মানুষের আস্থার সাথে এগিয়ে যাচ্ছে ‘আস্থা হেলথ পয়েন্ট’। ২০২৩ সালের ১৬ আগস্ট জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ডাঃ মনিরুজ্জামান মনির শ্রীবরদী উপজেলার অসহায়, দুস্থ, দরিদ্র মানুষের সঠিক স্বাস্থ্য সেবার মানসিকতা নিয়ে শ্রীবরদী মধ্যবাজার চাউলহাটি এলাকায় গড়ে তোলেন ‘আস্থা হেলথ পয়েন্ট’। প্রায় দুই বছরেই শ্রীবরদী উপজেলার মানুষের মন জয় করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য সেবা। এছাড়াও ডায়াবেটিস রোগী, অসহায়, গরীব মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, পরীক্ষা ও ঔষধ দিয়ে আসছেন ডাঃ মনিরুজ্জামান মনির।

মাটিয়াকুড়া এলাকার রিক্সা চালক মোঃ কালু মিয়া বলেন, আমার ছেলে দীর্ঘ দিন থেকে পেটের ব্যথায় আক্রান্ত হয়ে ভুগছিল। আমি অনেক ডাক্তার দেখাইছি, ভালো হয় নাই। পরে ‘আস্থা হেলথ পয়েন্টে গিয়ে ডাঃ মনিরুজ্জামান স্যারকে দেখাইছি, স্যার আমার কাছে কোন টাকা নেই নাই। বর্তমানে আমার ছেলে সম্পুর্ণ সুস্থ।
শ্রীবরদী বাজারের মোছাঃ নিলুফা বেগম বলেন, আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছি। পরে ডাঃ মনিরুজ্জামান স্যারকে দেখাইছি। ডাক্তার স্বাস্থ্য সেবা ও ব্যবস্থাপত্র দিয়েছে, তবে কোন টাকা নেইনি। পরে জানতে পেরেছি এ রোগের সকল রোগীদেরকে ডাঃ মনিরুজ্জামান মনির সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেন। বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ অনেক ডায়াবেটিস রোগী টাকার জন্য ডাক্তার দেখাতে পারে না। তার এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ডাঃ মনিরুজ্জামান বলেন, আমার বাড়ি শ্রীবরদী। আমি ছোট থেকে মানুষের সেবা করার জন্য ডাক্তার হবার স্বপ্ন দেখি। আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছেন। আমার স্ত্রীও ডাক্তার। শ্রীবরদী একটি পাহাড়ি সীমান্তবর্তী পিছিয়ে পড়া উপজেলা। এখানে কাঙ্খিত স্বাস্থ্য সেবা পাওয়া যায় না, তাই আমি শ্রীবরদী উপজেলা মানুষের সঠিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ২০২৩ সালের ১৬ আগস্ট এ প্রতিষ্ঠানটি গড়ে তুলি। আস্থা হেলথ পয়েন্টে’ এসে কোন রোগী ফেরত যাবে না। এখানে বিনামূল্যেও অসহায় রোগীদের চিকিৎসা দেওয়া হয়। ডায়াবেটিস রোগীদের সম্পুর্ণ বিনামূল্যে দেখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডায়াবেটিস রোগীদের এমনিতেই অনেক খরচ। টাকার জন্য অনেক রোগীই নিয়মিত ডাক্তার দেখান না, তাই আমি নিয়মিত ডাক্তার দেখানোর জন্য সম্পুর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেই। আমি যতদিন বেঁচে থাকবো শ্রীবরদীবাসীকে স্বাস্থ্য সেবা দিয়ে যাব।

