১. লজ্জা, পোশাক ও মানুষ বিষয়ক

সম্ভ্রম বলি, লজ্জা বলি
জানি, সবই মানুষের অমূল্য সম্পদ পুঁজি
বিশেষত নারীর ভূষণ ও অলংকার;
নিবারণে সব ধর্মেও আছে তাগিদ
চলনে- বলনে রক্ষা ও
আবরণে ঢাকতে সবার।
আবার মানুষের মতো মানুষ হতেও
আছে শিক্ষা, আছে তাগিদ
অথচ জগতে দেখা মেলে নিত্যদিন;
কত মানুষের আবরণে নেই পোশাক
পোশাকের ভেতরে নেই মানুষ!
লোক দেখানো গতর আবরণেও কেমন লজ্জাহীন।
(১৫/০৬/২৪ ইং)

২. রক্তের বেঈমান
রক্তের সাথে রক্তই করে বেঈমানী
বলো, মনুষ্য বেঈমান কেনো নয়;
হালে শয়তানের সাথে শয়তানও
করে বেঈমানী- করে অভিনয়।
মক্কায় শয়তানকে ঢিলায় যখন
লেবাসধারী গডফাদার দুর্নীতিবাজ শয়তান;
যেনো শয়তানের আত্মার সাথে প্রতারণা
বেঈমানী করে কালের রক্তের বেঈমান।
(১৪/০৬/২৪ ইং)
৩. অনিশ্চিত ক্রিকেট ভাগ্য
স্মার্ট বিশ্বে ফুটবলারদের চে’
জানি, চারুমুখী যুবতীদের পছন্দে এগিয়ে
ক্রিকেটার,
যেমন ক্লিন সেভ সুদর্শন যুবকদের চে’
কদর বেশি খুসকো দাঁড়িখচিত
রোমিওর।
আর স্লিম যুবতীদের চে’
সুঠাম গতরিরাই প্রেমে- মিলনে
কোমল আলুথালো,
চঞ্চল -অস্থির যুবকদের চে’
নিভৃতচারীরাই প্রেমে ছড়ায়
দ্যুতিময় আলো।
আমি বনেদি ফুটবল ছেড়ে
বোধের জ্বরে ক্রিকেটে গড়ালাম
ক্রিকেটেই জড়ালাম,
রোমিও বনে সুঠামে বাড়ালাম হাত
আর সহজাত নিরবতায় প্রেমে
তাপে কেঁপে উঠলাম।
তোমার বোধে ঢু খেলে উদাসীন ডাহুক
সব ভুলে কী ভেবে খুঁজে ফিরো
কোনো রোমিও,
প্রত্যাশা পূরণে পরিবর্তনে কী পেলাম
তবে কী বিজয়ে অনিশ্চিত খেলা ক্রিকেট ভাগ্য বনে আমিও?
(১৩/০৬/২৪ ইং)

