ইয়ানুর রহমান, যশোর : যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশকালে ৭ যুবকে আটক করা হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের গাতিপাড়া এলাকা থেকে তাদের আটক করে।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার বিকালে পাসপোর্ট ভিসা ছাড়া ৭ জন যুবক ভারতে যাবার সময় গাতিপাড়া সড়কের উপর থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলো, শ্যামল(২২), সজল (২৮), রাজিব(১৭), মাসুদ(২২), ছিন্টু(২৫), বাবু(২৩) ও বতু মিয়া(২২)। আটকদের বাড়ি ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে। বিজিবি তাদেরকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পোর্ট থানায় সোপর্দ করেছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
