ads

বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলোআপ : নালিতাবাড়ীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের ৩ সদস্যসহ ৩ জন হামলার শিকারের ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার হাবিবুর রহমান (৫৫), রায়হান মিয়া (১৯), জোহরা বেগম (৪৫) ও নুরুন্নাহার বেগম (৩৭)। আর হামলায় ‎আহত ব্যক্তিরা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক, কনস্টেবল নাজমুল আহসান ও স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি গ্রামের মাজম আলীর (৪০) বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। পরে মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে যায় নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল। এ সময় মাজম আলীসহ কয়েকজন পোড়াবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা কেনাবেচা করছিলেন। তখন দলটি অভিযানে গেলে আসামির স্বজনেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওই এএসআই ও কনস্টেবল আহত হন। আসামির স্বজনদের ঠেকাতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে হামলায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় ইতোমধ্যেই ৪ জনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যনে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!