কিশোরগঞ্জ প্রতিনিধি : “সরকারি আইন সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হলো এবার” এ শ্লোগানে আজ মঙ্গলবার কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
সকালে জজকোর্ট প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় বিচারকগণ, আইনজীবী, মুক্তিযোদ্ধা, স্কাউট দলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জজকোর্ট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জজকোর্ট প্রাঙ্গনে দিনব্যাপী লিগ্যাল এইড মেলারও আয়োজন করা হয়েছে।