হাসান মাহমুদ, আলীকম (বান্দরবান) : বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠিত হয়েছে। গতবুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এতে আলীকদম উপজেলা থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক থোয়াইচাহা মার্মা মনোনীত হয়েছেন। গতকাল শনিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে তাকে আলীকদম উপজেলার প্রান্তরেখা থেকে বরণ করে নিয়েছেন আলীকদমের হাজার হাজার জনতা।
ইতোপূর্বে পার্বত্য জেলা পরিষদে নারী সদস্য পদ না থাকলেও এবার দুইজন নারী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে একজনমাত্র বাঙালি সদস্য পদের পরিবর্তে একজন নারীসহ চারজন সদস্য পদ করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সদস্য সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ১৫ সদস্যবিশিষ্ট করা হয়েছে। এ নিয়োগাদেশে জেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বাবু ক্য শৈ হা ও সদস্য পদে কাজী মোঃ মজিবুর রহমান, ক্যসাপ্রু এবং কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যাকে বহাল রাখা হলেও অপর সদস্য অংপ্রু ম্রোকে বাদ দেওয়া হয়েছে।
নতুন অন্তর্ভুক্ত সদস্যরা হচ্ছেন- বান্দরবান সদর থেকে লক্ষ্মীপদ দাশ, লামা উপজেলা থেকে মোঃ জহিরুল ইসলাম ও মিসেস ফাতেমা পারুল, বান্দরবান সদরের বাবু ক্যাসাপ্রু মার্মা, আলীকদম উপজেলা থেকে থোয়াইচাহা মার্মা, থানচি উপজেলা থেকে থোয়াইহামং মার্মা, বান্দরবান সদরের তিং তিং ম্যা ও সিংইয়ং ম্রো ও ফিলিপ ত্রিপুরা, রোয়াংছড়ি উপজেলা থেকে কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রুমা উপজেলা থেকে জুয়েল বম, নাই্যংছড়ি উপজেলা থেকে ক্যাউচিং চাক ও বান্দরবান সদর থেকে প্রাসা খেয়াং প্রমুখ।