স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের দিঘারপাড় মহল্লার অসহায় বৃদ্ধা আছিয়াকে টিনশেড পাকা ঘর উপহার দিয়েছে শেরপুর জেলা পুলিশ। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে অসহায় বৃদ্ধ আছিয়ার জীবন-যাপনের খবর প্রকাশ হলে বিষয়টি শেরপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর জেলা পুলিশের পক্ষ হতে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গোপনে অধিক তথ্য সংগ্রহের পর বৃদ্ধার অসহায়ত্বের বিষয়টি জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর জেলা পুলিশের পক্ষ হতে বৃদ্ধা আছিয়ার জন্য একটি নতুন ঘর নির্মাণের কাজ শুরু করা হয়। নতুন ঘর নির্মাণ কাজ শেষ হওয়ার পর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বৃদ্ধা আছিয়ার কাছে ঘরটি হস্তান্তর করেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো সওয়াবের কাজ। সমাজের বিত্তবানদের উচিত অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো। আমি মানুষ এবং পুলিশ হিসেবে সব সময় মানবিক কাজগুলো করতে চাই। এমন অসহায়দের পাশে শেরপুর জেলা পুলিশ আছে এবং ভবিষ্যতেও থাকব।’
ওইসময় পুলিশ সুপারের সহধর্মীনী ও শেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, তার সহধর্মীনী সৈয়দা ইসরাত জাহানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।