স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি সোমবার সকালে ভার্চুয়াল জুম মিটিং অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সভায় জেলায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনাসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডসমূহের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ যুক্ত হয়ে তাদের নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন।