স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের ঢাকলহাটী মহল্লার বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন (করবাহাদুর পরিবার) এর জেএন্ডএস বাস ভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। ২২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে এলাকাবাসীর গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়ালীউল হাসান, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে আলহাজ্ব আব্দুল হালিম তারা মন্ডল, শহর আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ছামিউল হক, শহর আওয়ামী লীগের উপদেষ্টা সোলায়মান, আওয়ামী লীগ নেতা মুক্কাস আলী মন্ডল, কামরুজ্জামান কামাল, রফিকুল আলম, গোলাম মোস্তফা, সেলিম মিয়া, বিল্লাল সরকার, মোহাম্মদ আলীসহ ঢাকলহাটী, দিঘারপাড়, শীতলপুর ও শেখহাটি মহল্লার এলাকাবাসী উপস্থিত ছিলেন।