স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও বাংলাদেশ ইনেশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রেশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলি বেগম, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, , মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুর রহমান ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।
বিংস প্রজেক্ট এর উপজেলা কো-অর্ডিনেটর লিনা জাম্বিলের সঞ্চালনায় সভায় বিংস প্রজেক্ট এর হেলথ প্রজেক্ট অফিসার নাজমুল হোদা, প্রজেক্ট অফিসার কেয়া ক্লারা আতিওয়ারাসহ উপজেলা পুষ্টি কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক উপজেলা পর্যায়ে গত ৩ বছরের পুষ্টি বিষয়ে প্রকল্পের বিভিন্ন বাস্তবায়নকৃত কার্যক্রম তুলে ধরা হয়।