স্টাফ রিপোর্টার, নকলা : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরের নকলায় হামদর্দের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও রূহ আফজা শরবত আপ্যায়ণ করানো হয়েছে। ২১ ফেব্রুয়ারি রবিবার সকালে নকলা শহরস্থ শহীদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দের বিক্রয় ও চিকিৎসাসেবা কেন্দ্রে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নকলা শহরস্থ প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক, নকলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক কবিরাজ জাহাঙ্গীর হোসেন আহমেদ ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুহাম্মদ হযরত আলী। ঔইসময় হামদর্দ নকলা শাখার শাখা ব্যবস্থাপক রুহুল আমিন, সহকারি মেডিকেল অফিসার হাকিম সানজিদা ইয়াসমিন, বিক্রয় প্রতিনিধি আব্দুর রউফ, অফিস সহায়ক রমজান আলী, সাংবাদিক আব্দুর রফিক প্রমুখ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে হামদর্দের পক্ষ থেকে প্রায় শতাধিক দরিদ্র, অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও উপস্থিত সকলকে রুহ আফজা শরবত আপ্যায়ন করানো হয়।