জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা : শেরপুরের নকলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত ডায়মন্ড জাতের গোল আলু প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭ ফেব্রুয়ারি রবিবার বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা এলাকায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক সভায় গৌড়দ্বার ইউপি চেয়ারম্যান শওকত হােসেন খান মুকুল, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রােকসানা নাসরিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মােঃ মােয়াজ্জেম হােসেন, পাইস্কা ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মােঃ আঃ রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় কৃষাণ- কৃষাণী উপস্থিত ছিলেন।