স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে জগ প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। ২৭ জানুয়ারি বুধবার সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের কাছ থেকে মেয়র প্রার্থী আধারের পক্ষে নমুনা প্রতীক গ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদ সুজন।
জানা যায়, এডভোকেট রফিকুল ইসলাম আধার দীর্ঘ প্রায় দু’মাস পৌরসভার ভোটারদের বাড়ি বাড়ি ও ঘরে ঘরে গিয়ে দলীয় নেতা-কর্মীসহ সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন। ইতোমধ্যে পৌরসভার ৪১টি মহল্লাতেই দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের দোড়গোড়ায় পৌঁছে ব্যাপক সাড়া পাওয়ায় তিনিই এখন ভোটারদের আস্থায় আলোচনার শীর্ষে রয়েছেন। পরিচ্ছন্ন, নান্দনিক, যানজট-জলাবদ্ধতামুক্ত ও ডিজিটাল শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করে ভোটারদের আস্থা অর্জন করে নিয়েছেন তিনি। আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হওয়ায় তিনি সম্মিলিত নাগরিক সমাজের ব্যানার থেকে পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করছেন।