স্টাফ রিপোর্টার : শেরপুরে জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ‘জননীর জন্য পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।ক্যান্সারবিরোধী মোর্চা ‘মার্চ ফর মাদার’ ও ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ এর যৌথ উদ্যোগে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। ২৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় শেরপুর সদর হাসপাতাল চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রাটি বের হয়। সমাবেশে শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ‘বাল্যবিয়েসহ কিছু ঝুঁকিপূর্ণ বিষয় ও আচরণ বর্জন এবং এইচপিভি ভ্যাকসিন দেয়াসহ কিছু ভালো অভ্যাস করলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।’
পদযাত্রায় জরায়ুমুখের ক্যান্সার নিয়ে সহজ ভাষায় লেখা লিফলেট বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোবারক হোসেনসহ ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্যরা পদযাত্রায় অংশ নেন। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক হাবিবুল্লাহ সিদ্দিক তালুকদার।