স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ওই কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়। নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম এ ওয়ারেজ নাইম। ওইসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জসিম উদ্দিনসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন প্রমুখ। অনুষ্ঠান শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।