স্পোর্টস ডেস্ক : ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের হয়ে গোল করেছেন এডিনসন কাভানি ও পল পগবা। ২০ জানুয়ারি বুধবার রাতে নিজেদের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই ইংলিশ ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যানের গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। ম্যাচের ২১তম মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানির গোলে সমতা আনে ম্যানইউ।
সমতায় থেকে বিরতিতে যায় দু’দল। ম্যাচের ৬৫তম মিনিটে দারুণ ১ গোলে ইউনাইটেডকে এগিয়ে নেন ফরাসি তারকা পল পগবা। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে গুনার সুলশারের দল।
ওই জয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১ ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। ১২ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে ফুলহ্যাম।