শ্যামলবাংলা ডেস্ক : হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে অলআউট করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও অভিষিক্ত হাসান মাহমুদের বোলিং তোপে মাত্র ৩২ দশকিক ২ ওভার খেলতে পেরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সাকিব আল হাসান ৪ টি ও হাসান মাহমুদ ৩টি উইকেট লাভ করেন।
এর আগে টসে জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে শুরুতেই আঘাত হানেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলের ওপেনার সুনীল অ্যামব্রিসকে। তিনি করেন ৭ রান। এরপর ক্যাচে পরিণত করেন জসুয়া সিলভাকে। ৮ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।
পরের তিন উইকেট তুলে নেন নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব। আন্দ্রে ম্যাককার্টিতে ১২ রানে বোল্ড করেন তিনি। এরপর সফরকারী দলের অধিনায়ক জেসন মোহাম্মদ ১৭ রানে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। এনকুরুমা বোনারকে শূন্য রানে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।