জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা : জুয়া ও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন শেরপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া। তিনি বলেন, যারা মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে, জুয়া খেলে যুব সমাজকে ধ্বংস করতে চায় তাদেরকে কোন ছাড় নয়। আমরা আপনাদের সহায়তায় মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিয়েমুক্ত শেরপুর গড়তে চাই। হান্নান মিয়া ১৬ জানুয়ারি শনিবার রাতে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসকক্ষে নকলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওইসব কথা বলেন।
মতবিনিময়কালে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, ওসি (তদন্ত) আবুল হাসিম, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ, সহ-সভাপতি শফিউল আলম লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সদস্য হারুনুর রশিদ, শাহ মোঃ ফোয়াদ হোসেন, শাহজাদা স্বপন, মামুনুর রশিদ, দেলুয়ার হোসেন দেলু প্রমুখ উপস্থিত ছিলেন। ওইসময় সাংবাদিকগণ অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্যকে স্বাগত জানান এবং পেশাগত দায়িত্বের মধ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। মোহাম্মদ হান্নান মিয়া ৩১তম বিসিএস ক্যাডার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি পুলিশ হেড কোয়ার্টারে ইউএন এ্যাফেয়ার্স শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়। সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম চট্টগ্রাম রেঞ্জে বদলি হওয়ায় ওই পদটি শূন্য হয়। সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান।