স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ জানুয়ারি শুক্রবার বিকেলে পৌর অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, শেরপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাপার সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম ঠান্ডা।
জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বলাইয়েরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আতর আলী, সহ-সভাপতি সাবেক পিপি এডভোকেট আব্দুল কাদের খান, সহ-সভাপতি শাহ মোঃ হারুন জিলানী সরকার, জেলা জাসদের সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম লিটন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি, পৌরমেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এম.এ রশিদ বি.এসসি, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ আবু মিয়া প্রমুখ। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী শাহনেওয়াজ শাহীন, তাজুল ইসলাম হেলাল, আছাদুজ্জামান মোরাদ, জেলা কৃষক পার্টির সভাপতি ফজলুল করিম ফটু, সাধারণ সম্পাদক উসমান গণি, নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট ইউসুফ আলী, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ.টি.এম রায়হান রতন প্রমুখ। আলোচনা শেষে ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শেরপুর জেলা জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ক্বারী মোঃ বারেক বৈদেশী গান পরিবেশন করেন। এছাড়াও শেরপুর জেলা লোক সংগীত পরিষদের সদস্য আব্দুল হানিফ, সাথী সরকার ও নিশি সরকার গান পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। সভা পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস.এম আশরাফ।