স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা এবং ভাঙচুরের প্রতিবাদে শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি শনিবার জেলা শহরের নিউমার্কেট মোড়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপি ওই মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শেরপুর জেলা শাখার সভাপতি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি। ওই কর্মসূচির সাথে সহমত পোষণ করেন জেলা সদরের মুক্তিযোদ্ধারাসহ সাধারণ মানুষ।
সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে। তাকে কখনো ধ্বংস করা যাবে না, যতক্ষন পর্যন্ত একজন মুক্তিযোদ্ধার সন্তান বেঁচে থাকবে ততক্ষন পর্যন্ত আমরা তা রুখে দিব । তাতে যদি জান বাজিও রাখতে হয় প্রয়োজনে তাও রাখবো।