জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা : ‘ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্ত জনে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ প্রমুখ। এসময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সমাজকর্মী সাইদুর রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নকলা উপজেলায় বয়স্ক ভাতার আওতায় ১০৩৭০ জন, বিধবা ভাতার আওতায় ৫৮৮৩ জন, প্রতিবন্ধী ভাতার আওতায় ২৬৮৩ জন , দলিত হরিজন সম্প্রদায়ের বয়স্ক ভাতার আওতায় ৫৮ জন ও উপবৃত্তির আওতায় ৪১ জন, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতায় ৩২৯ জন, ৯টি নিবন্ধিত এতিমখানায় মাসিক খোরপোষ ভাতার আওতায় নিবাসি ১১২ জন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিতে ২৩২ জন এবং ৫ ধরণের ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় ৯৯৪ জন উপকারভোগী রয়েছে। এছাড়া সমাজের অবহেলিত ও দুঃস্থ মানুষদের আর্থিক সাহায্যসহ হাসপাতালে ভর্তি দরিদ্র, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা দিয়ে থাকে সমাজসেবা অফিস।