জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা : শেরপুরের নকলায় আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নকলা উত্তর বাজার মোড়ে ওই উপশাখার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।
এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য সবেক পৌর মেয়র অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, ওঋওঈ ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম, কৃষি ব্যাংক লিঃ নকলা শাখার ব্যবস্থাপক ফজলে আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওঋওঈ ব্যাংক নকলা উপশাখা প্রধান মেহেদী হাসান। বক্তাগণ তাদের বক্তব্যে ওঋওঈ ব্যাংক নকলা উপশাখা নকলার অর্থনীতিকে আরো গতিশীল করতে ভূমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন। এসময় নকলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।