স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের প্রত্যন্ত পল্লী থেকে এবার মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে ৬ কেজি গাঁজা। ৪ জুলাই বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের জঙ্গলদী মাইরাপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে শাহিন মিয়ার (৩৫) গোয়ালঘরে ৩ ফুট মাটি খুঁড়ে ওই গাঁজা উদ্ধার করা হয়। তবে মাদক ব্যবসায়ী শাহিন মিয়া পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ বলছে, শাহিন মিয়া আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা করে আসছিল।
জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর থানার এসআই মোফাখখির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের জঙ্গলদী মাইরাপাড়া এলাকার শাহিন মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এক পর্যায়ে শাহিনের গোয়ালঘরে প্রায় ৩ ফুট মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক আইনের নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। সেইসাথে মাদক ব্যবসায়ী শাহিন মিয়াকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।