ads

রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কাঠবোঝাই ভ্যান উল্টে চালক নিহত, আহত ১

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
নভেম্বর ৯, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে কাঠবোঝাই ভ্যান উল্টে চালক আব্দুল খালেক (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন নাজিম (৫) নামে এক শিশু। ৯ নভেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার হালুয়াহাটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আব্দুল খালেক রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের বাবুল মিয়ার ছেলে। আহত শিশু নাজিম একই গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে। আহত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

এলাকাবাসী জানান, রবিবার বিকেলে উপজেলার হালুয়াহাটি এলাকা থেকে ভ্যানচালক আব্দুল খালেক ভ্যানে কাঠ বোঝাই করে যাচ্ছিলেন। রাস্তাটি পাহাড়ের ভিতর দিয়ে হওয়ায় উঁচু নিচু ও খানাখন্দে ভরা। উচু নিচু ও খানাখন্দের কারণে কাঠবোঝাই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে পাশের ক্ষেতে পড়ে যায়।

ওইসময় ভ্যান চালক আব্দুল খালেক ও শিশু নাজিম কাঠবোঝাই ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ভ্যান চালক আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা শিশু নাজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজিম বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
error: কপি হবে না!