ads

সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পহেলা বৈশাখ আজ: আয়োজনে যা থাকছে

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ

আজ পহেলা বৈশাখ। দুঃসময়কে অতিক্রম করে নতুন উদ্যমে জেগে ওঠার প্রেরণায় আজ সকালে সুরে সুরে নববর্ষকে স্বাগত জানাবেন ছায়ানটের শিল্পীরা। এ উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর রমনার বটমূলে সংগীত মহড়া দেন শিল্পীরা। ছবি : কালের কণ্ঠ

Shamol Bangla Ads

বছর ঘুরে আবারও এলো শান্তি ও সুন্দরের বৈশাখ। শুরু হলো আরেকটি নতুন বছর। আজ সোমবার সূর্যোদয়ের মধ্য দিয়ে শুরু হলো ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন। বর্ণাঢ্য সব আয়োজনে আজ নতুন বছরকে স্বাগত জানাবে দেশবাসী।
নববর্ষের আনন্দ শোভাযাত্রা, সুর-সংগীত আর লোকজ মেলায় উৎসবমুখর হবে চারপাশ।

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। ওই বাণীতে প্রধান উপদেষ্টা বলেছেন, আসুন, আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চব্বিশের গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।

Shamol Bangla Ads

পাহাড় ও সমতলের সব জনগোষ্ঠী এবার একসঙ্গে বৈশাখী উত্সবে অংশ নিচ্ছেন। বর্ষবিদায়ে পাহাড়ে উত্সবের আমেজ লেগেছে আগেই। গতকাল রাজধানীতেও ছিল চৈত্রসংক্রান্তির নানা আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি উদ্যোগে আয়োজিত বর্ষবিদায়ের কনসার্টে গান গেয়েছে পাহাড় ও সমতলের বেশ কয়েকটি ব্যান্ডদল। ১৪ এপ্রিল সোমবার ভোর থেকে সারা দেশে ব্যাপক আনন্দ-উদ্দীপনায় উদযাপিত হবে নববর্ষের প্রথম দিন। যে যার মতো করে যোগ দেবেন নানা অনুষ্ঠানে।

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার প্রচলন রয়েছে। অন্তর্বর্তী সরকার ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেছে। এ কারণে এবার বৈশাখ উদযাপনে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

রমনা বটমূলে ছায়ানট গাইবে মুক্তির গান:

বরাবরের মতো রমনা উদ্যানে বর্ষবরণের অনুষ্ঠান করবে ছায়ানট। এবার তারা দুই ঘণ্টাব্যাপী গাইবে মুক্তির গান। সোয়া ৬টায় ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীতে রাগালাপ দিয়ে হবে ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দবরণের সূচনা। এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। সব মিলিয়ে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান থাকবে অনুষ্ঠানজুড়ে। প্রথমবারের মতো নিজেদের অন্যতম প্রতিষ্ঠাতা সন্জীদা খাতুনকে ছাড়া বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে ছায়ানট। সব মিলিয়ে দেড় শতাধিক শিল্পী এ আয়োজনে অংশ নিচ্ছেন।

চারুকলার নববর্ষের আনন্দ শোভাযাত্রা:

বাংলা বর্ষবরণের অন্যতম প্রধান অনুষঙ্গ নববর্ষের শোভাযাত্রা। জাতীয়ভাবে নববর্ষের সবচেয়ে বড় শোভাযাত্রার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। অনেক বছর ধরে এটি মঙ্গল শোভাযাত্রা নামে আয়োজিত হয়ে আসছিল। এবার থেকে এটি ‘নববর্ষের আনন্দ শোভাযাত্রা’ নাম নিচ্ছে। শোভাযাত্রায় বাঙালিসহ পাহাড় ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে। শোভাযাত্রার সম্মুখভাগে নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মোট ৪৬৪ জন মানুষ থাকবেন। থাকবে সুসজ্জিত রিকশা ও ঘোড়ার গাড়ি।

শোভাযাত্রাটি সকাল ৯টায় বের হবে চারুকলা অনুষদ থেকে। শাহবাগ হয়ে সেটি চলে যাবে টিএসসিতে। রাজু ভাস্কর্যকে ডানে রেখে শোভাযাত্রা এগিয়ে যাবে শহীদ মিনারের দিকে। সেখান থেকে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবার চারুকলায় এসে শেষ হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

বাংলা একাডেমির বৈশাখী মেলা:

বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আজ সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বৈশাখী মেলার উদ্বোধন করা হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে ৭ বৈশাখ পর্যন্ত। এর আগে সকাল ৮টা থেকে একাডেমির নজরুল মঞ্চে বর্ষবরণ সংগীত, নববর্ষ বকত্তৃদ্ধতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে একাডেমি। এ ছাড়া একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন ছাড়ে প্রতিষ্ঠানটির বইয়ের আড়ং চলবে।

শিল্পকলা একাডেমি:

বিকেলে মানিক মিয়া এভিনিউতে রয়েছে ‘ব্যান্ড শো’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চীনা শিল্পীদের কারিগরি সহায়তায় প্রদর্শিত হবে ‘ড্রোন শো’। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বাংলা নববর্ষের অনুষ্ঠান করবে সংগীত শিক্ষার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’। এবার তাদের অনুষ্ঠানটি হবে ধানমণ্ডির রবীন্দ্রসরোবরে। আগের মতো সরাসরি সম্প্রচারের কথা রয়েছে চ্যানেল আইয়ে। অন্যদিকে গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কেও রয়েছে নববর্ষের আয়োজন। গুলশান সোসাইটির উদ্যোগে ‘অলিগলি বর্ষবরণ বন্ধুগণ’-এর আয়োজনে থাকবে দিনব্যাপী অনুষ্ঠান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!