ads

সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ৫ নাটক

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ

ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক। ঈদে উপলক্ষে যে নাটকগুলো প্রকাশ করা হয়েছে ১২ দিন পরও সেগুলো উপভোগ করছেন দর্শক।

Shamol Bangla Ads

‘মেঘবালিকা’
জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি প্রকাশ পায় ৪ এপ্রিল। ইউটিউবে আপলোড হওয়া পর ট্রেন্ডিংয়ে চলে আসে। অপূর্ব ও নিহা জুটির ‘মেঘবালিকা’ এখন পর্যন্ত ইউটিউবে সবার র্শীর্ষে অবস্থান করছে। কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির স্থান ৩ নম্বরে! ৮ দিনে নাটকটি দেখেছে ৯১ লাখ মানুষ।

‘লাভ মি মোর’
সাজিদ হোসেন বাপ্পি পরিচালিত ও তৌসিফ মাহবুব অভিনীত নাটকটি গত ৯ এপ্রিল প্রকাশ পায়। মাত্র ২ দিনে ট্রেন্ডিংয়ে চলে আসে। চার দিনে নাটকটি দেখে ২৭ লাখের বেশি দর্শক। রোববার নাটকে ইউটিউব ট্রেন্ডিংয়ে এটি দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির স্থান ৫ নম্বরে! তৌসিফ মাহবুব ছাড়াও এতে অভিনয় করেছেন ফারজানা বুশরা, নিদ্রা দে নেহাসহ আরও অনেকে।

Shamol Bangla Ads

‘একান্নবর্তী’
এরপরই রয়েছে নির্মাতা মহিন খান নাটক ‘একান্নবর্তী’। ৫ এপ্রিল নাটকটি প্রকাশ পায়। রোববার এটি রয়েছে তৃতীয় স্থানে, যা ৮ দিনে ৭২ লাখ দর্শক দেখেছে। নিলয় আলমগীর ও হিমি অভিনীত নাটকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, তারিক আনাম খান, সাবেরী আলম, মনিরা মিঠু, মাসুম বাসারসহ আরও অনেকে।

‘হৃদয়ের এক কোণে’
সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে নাটকটি আপলোড করা হয় ৪ এপ্রিল। জোভান ও তটিনী অভিনীত এই নাটকটির অবস্থান তিন নম্বরে হলেও কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৫ নম্বরে। ৮ দিনে ৭২ লাখের বেশি মানুষ নাটকটি দেখেছে।

‘তোমাদের গল্প’
ঈদের অন্যতম আলোচিত নাটকটগুলোর একটি ‘তোমাদের গল্প’। ৩১ মার্চ এটি ইউটিউবে প্রকাশ করা হয়। ১২ দিনে নাটকটি দেখেছে এক কোটি ১০ লাখের বেশি দর্শক। মোস্তফা কামাল রাজ পরিচালিত ও ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটকটি ট্রেন্ডিংয়ে ৫ নম্বরে। এতে আরও অভিনয় করেছেন, দিলারা জামান, সাবেরী আলম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজুসহ আরও অনেকে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!