অবশেষে আইনি বিচ্ছেদের মাধ্যমে ইতি ঘটল শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশন সিংয়ের বৈবাহিক সম্পর্কের। ১১ এপ্রিল শুক্রবার দুপুরে আদালতের রায় অনুযায়ী তাদের ডিভোর্সে আইনত সিলমোহর পড়েছে। শ্রাবন্তীর এটি তৃতীয় বিয়ে ছিলো—যেটিও টিকলো না।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডিভোর্সের খবরটি স্বয়ং রোশন সিং নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিচ্ছেদ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এক সময়ের প্রিয়জন এখন হয়ে গেলেন অপরিচিত, প্রেম এবং বিয়ের আগে যেমন ছিলেন, ঠিক তেমনই।
এর আগে আলোচনায় আসে, শ্রাবন্তী ডিভোর্স মামলায় রোশনের কাছে মাসিক ৭ লাখ টাকা খরচ দাবি করেছিলেন। সেই আবেদন গত বছর আদালত স্থগিত করে। তবে বিচ্ছেদের পর রোশনকে আদৌ এই অর্থ দিতে হবে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই শ্রাবন্তী ও রোশনের মধ্যে আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। শেষ পর্যন্ত ২০২৪ সালের সেপ্টেম্বরে তারা বিচ্ছেদের সিদ্ধান্তে এক ধাপ এগিয়ে যান। তখন শুধু আইনি স্বাক্ষর-ই ছিল বাকি। সেই প্রক্রিয়ার জন্য আদালত ৮ এপ্রিল তারিখ নির্ধারণ করেছিল।
তবে এতোদিন ধরে এই বিচ্ছেদ প্রসঙ্গে শ্রাবন্তী ও রোশন কেউই প্রকাশ্যে কিছু বলেননি। অবশেষে বিচ্ছেদের আইনি রায় তাদের সম্পর্কের অধ্যায়ের শেষ টানলো।
