পথের টানে

মায়াবী সবুজ ঘাসে পা জড়িয়ে
বেড়াই হেঁটে মুক্তপথে
হৃদয়ে সুরের সুধা যায় ছড়িয়ে
জানি না কোন স্বর্গ হতে।।
সুরেলা সুরের পাখি উড়তে থাকে
নীল আকাশে
ব্যাকুল সুরে মুগ্ধ রাখে
কী উচ্ছ্বাসে?
এমনই পথের টানে মন ভরিয়ে
এড়াব তা কোন সে রথে।
জানি না, কখন যেন মরণ হবে
হারাব খুব দূরে
সে বেলা আমার কথা স্মরণ হবে
হয়তো হৃদয় খুঁড়ে।
অথবা ভুলল সবাই বিষাদ নিয়ে
আমি ছিলাম এই জগতে।
এ পথে হয়তো সেদিন ছুটবে গাড়ি
ধোঁয়ায় ঢেকে
এ মাঠে ইটপাথরে উঠবে বাড়ি
ফাঁক না রেখে
এখানে মাঠের পাখি নীড় হারিয়ে
গাইবে না গান কোনোমতে।।
…………………………………………………………………………………………………………..

ভালোবাসি
লেজ নেড়ে হেঁটে চলা হুলো ভালোবাসি,
ভোরের দোয়েল আর ভালোবাসি ফিঙে।
গাছের খোঁড়লে স্নানরত পাখি পুল থেকে ঝাঁপানো অতীত…
ভালোবাসি ভাঁটফুল আর বনজ টগর;
সফেদ হাসির ফুল প্রিয়তর গন্ধরাজ।
আমাকে ভোলায় ‘কী আমার নেই?’
কী যে ভালো লাগে ক্ষীণতর স্রোতে চেনা মৃগী নদী!
এপারে-ওপারে যার মায়াবী অশ্বত্থ,
এখানে এলেই খুঁজে পাই আনন্দ ভুবন-
গালিচা বিছিয়ে রাখা ভাটারার মাঠ;
আমাকে শোনায় তার কবিতার কথা।
ঘর ছেড়ে ছুটে আসে কারুলিপি দারুকর,
আমাকে আপন করে অশেষ বিনয়মাখা মায়াবি হাসির শুভজিৎ চাঁদ;
খুব ভালোবাসি আমি এতসব কিছু।
