চাঁদনী রাতের ভাটার সময় নদীর জলের টান
মনের আবেগ নদীর পাড়ের মধুর সুরের গান।
দূরের আকাশ পূর্ণিমা চাঁদ শান্ত মেঘের ভেলা
চলতি নদীর স্রোতের টানে সুর তরঙ্গ খেলা।
দূর হতে দূর বড়ই মধুর শুধুই চাঁদের মায়া
দিক-দিগন্ত বিশ্ব প্রান্ত মনের আবেগ ছায়া।
নদীর পাড়ের মাঠ জুড়ে আজ বায়ুর বেগের সুর
ধানের খেতের সুগন্ধ তাই ছুটছে দূরের দূর।
মাঠ তরঙ্গে বড়ই রঙ্গে সুরেই আত্মহারা
তাল মিলে তাই, নাই বাঁধা নাই, আপন হৃদয় কাড়া।
