বাতাসে ঘূর্ণায়মান আত্মা প্রেতাত্মা হয়ে কাঁদে
কালচক্রে আটকা পড়ে মানবিক কঙ্কাল
সমস্ত হৃদয় যান্ত্রিক কুয়াশায় বিস্মৃত,
প্রান্তদেশে ঘাসফড়িং গায় আত্মার গান
সমতা উচ্চারণে এখানে বিবিধ বেড়াজাল।
মুখোশ ও আগুনের ছাপ, প্রত্যেক হাসিতে রক্তপাত,
আত্মজিজ্ঞাসা সে এক মৌন বিস্ফোরণ
সাম্যের পৃথিবী চাই যেখানে চিন্তা জন্মাবে
মুক্তির মাটিতে, মানুষ গড়াবে প্রভাতের শিকড়।
