ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি-ছাড়াকার মইনুল হোসেন প্লাবন এর ২টি কবিতা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ

আমাদের গাঁ

গাঁয়ে আছে ছোট ঘর
কেহ নয় মোর পর
গ্রামবাসী সবাই আপন,
বিপদে আপদে পাশে
সকলেই ছুটে আসে
দুঃখে কাঁদে সবার মন।
গাঁয়ে আছে স্নেহছায়া,
মমতা মাখানো মায়া
গাঁয়ের মাটি আমার মা।
এ গাঁয়ের চাষী ভাই,
হাল নিয়ে মাঠে যায়
মাটিতে ফলায় ধান সোনা।
গাঁয়ের শ্রমিক ভাই
চলেছে কারখানায়,
সারাদিন ওরা কাজ করে,
এ গাঁয়ে কুমোর ভাই
সকালে আর সন্ধ্যায়
গড়ে হাঁড়ি সারাদিন ধরে।
তাঁতি ভাই গৃহকোণে
সারাদিন তাঁত বোনে
তৈরি করে ধূতি আর শাড়ি,
এ গাঁয়ের মাঝি ভাই,
খেয়াঘাটে নৌকা বায়
সাঁঝ হলে ফিরে আসে বাড়ি।
গ্রামবাসী ভাই-ভাই
সদা সুখে আছে তাই
হিংসা দ্বেষ করে না কেহ,
গাঁয়ে আছে স্বর্গসুখ,
গর্বে ভরে উঠে বুক,
গাঁয়ে পাই মা, মাটির স্নেহ।
……………………………………………………………………………………………
Shamol Bangla Ads

তুমি আছো আমার মনে

তুমি আছো আমার মনে
তাই,
পাল উড়ানো নৌকা থেকে
ভেসে আসা ভাটিয়ালী গানের সুরে
আমি খোঁজে পাই জীবনের ছন্দ।
তুমি আছো আমার মনে
তাই,
এখনো বাগানে ফুল ফোটে
ফুলের পাপড়িতে পাপড়িতে
বসে প্রজাপতির মেলা।
তুমি আছো আমার মনে
তাই,
এখনো আকাশে চাঁদ উঠে
তারা-নক্ষত্রের মেলা বসে
মেঘ ঝমে বৃষ্টি পড়ে।
তুমি আছো আমার মনে
তাই,
শিশির ভেজা ভোরে
প্রকৃতি তার প্রাণ ফিরে পায়
রাতের গায়ে জোনাকিরা জলে।
তুমি আছো আমার মনে
তাই,
এখনো নদীতে ¯্রােত বয়ে যায়
সাগরে জোয়ার আসে ভাটা পড়ে
শিল্পীরা তাদের শিল্প দেখায়।
তুমি আছো আমার মনে
তাই,
আমায় শূণ্যতা গ্রাস করে না
পিছু টান আর টানে না
বন্ধু গো
তুমি আছো বলেই তো……

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!