শেরপুরের শ্রীবরদীতে বিষ প্রয়োগ করে কলা বাগান নষ্ট করার অভিযোগ উঠেছে। ২৪ মার্চ সোমবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর তিনানীপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ভুক্তভোগী কৃষক আব্দুর রউফ বাদী হয়ে ঝগড়ারচর তিনানীপাড়া গ্রামের মো. নফেল মিয়াসহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মো. নফেল মিয়ার বসত বাড়ি সংলগ্ন জমিতে কলার চাষ করেছেন ডাকরাপাড়া গ্রামের কৃষক আব্দুর রউফ। কিন্তু ওই জমি নিয়ে আব্দুর রউফ ও নফেল মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল। আব্দুর রউফের দাবি, সেই বিরোধের জের ধরেই ২৪ মার্চ রাতে মো. নফেল মিয়া ও তার ছেলে মো. মজনু, মো. ফজলুসহ আরো কয়েকজন কলা বাগানে ঢুকে প্রায় ১৫০ টি কলার ছড়িতে বিষ প্রয়োগ করে। এছাড়াও ২০টি কলার ছড়ি কেটে নিয়ে যায়।
এ ব্যাপারে কৃষক আব্দুর রউফ বলেন, আমি খুব কষ্ট করে কলার বাগানটি করেছি। নফেল মিয়ার সাথে আমার জমি নিয়ে বিরোধ থাকায় পূর্ব শত্রুতার জেরে তারাই বিষ দিয়ে আমার বাগানটি নষ্ট করেছে। আমি এর বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে নফেল মিয়ার ছেলে ফজলু মিয়া বলেন, কে বা কারা তাঁদের কলাবাগানে বিষ দিয়েছে আমরা জানি না। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে তা মিথ্যা। তবে তাঁদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে কোর্টে মামলা চলমান।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ বলেন, ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
