শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ২৫ মার্চ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার সীমান্তবর্তী বালিজুড়ি ও রাঙ্গাজান এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। ওইসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ২টি অবৈধ ড্রেজার মেশিন, ৮ টি মাচাসহ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি অপসারণ করা হয়।
অভিযানকালে পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
