ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণই হচ্ছে ভোটের মালিক : শ্রীবরদীতে সাবেক এমপি রুবেল

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
মার্চ ২৫, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

‘স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। অথচ জনগণই হচ্ছে ভোটের মালিক, যা তারা ভুলে গিয়েছিল। মানুষের কোনো মূল্যায়ন ছিল না। ফলে একটা সময় মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার ইচ্ছা ছেড়ে দিয়েছিল।’ ২৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়াচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিল পূর্বে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত বিভিন্ন দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলে প্রায় ৫ হাজার মানুষ অংশ নেন।

Shamol Bangla Ads

বিএনপির এ নেতা আরও বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর পর উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে ইফতার মাহফিল ও নানা কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবির ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সাধারণ জনগণের চেয়ে বড় কেউ নয়। সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্যে আগ্রহ নিয়ে বসে আছে, ভোট হলেই আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃতে বিএনপি সরকার গঠন করবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহবান জানান তিনি।

মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম। এতে ভেলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মুসার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলাল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন দুলাল।

Shamol Bangla Ads

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াাউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিহত নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!