ads

বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘নির্যাস’ কবিতাগ্রন্থের মর্মকথা

তালাত মাহমুদ
মার্চ ১৯, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ

‘তুমি ছিলে/যুদ্ধের গৃহস্থালী মাঠে/নির্ভেজাল সৈনিক;/তুমি ছিলে/যমকালো আকাশের বুকে অগ্নিঝিলিক/তুমি ছিলে/কোমল তুলির স্পর্শে আঁকা/উদ্দীপ্ত যৌবন/তুমি ছিলে/সমুদ্র সঙ্গমে সদ্যোজাত/ঢেউয়ের গর্জন।’- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ‘তুমি ছিলে’ কবি রফিকুল ইসলাম আধারের একটি ভিন্নধমী কবিতা। এ যাবৎকালে জাতীয় কবি নজরুলকে নিয়ে এ রকম কবিতা সম্ভবত: এটাই প্রথম। এছাড়া ‘অজাত অসুখে অস্থির আমি/জোছনাহীন মাঠে অবিরাম একা;/তবুও কি অসুস্থ কয়েদীর শয্যা পাশে/পাবো না প্রিয় রেডক্রস হাতের দেখা’। (রেডক্রস হাতের প্রতি), ‘যুদ্ধই কারু বিনাশী বিলাস’/অথচ কবিতার কী দারুণ দুঃসাহস/যুদ্ধের বিরুদ্ধে-শব্দে নাচে বারুদের ঘ্রাণ/নাচাই তুমি, আমি ও কবিশ্রেষ্ঠ শামসুর রাহমান’। (‘যুদ্ধ ও কবিতা’), ‘অথচ আমি বিষ খেয়েও বেঁচে আছি/সব তাপ শুষে অবাধ্য এক নীলকণ্ঠ হয়ে;/যুদ্ধে আছি ঘাতক দালাল নির্মূলে/আর তুমি রগকাটা ফেরারী আসামী রয়েছো পালিয়ে’। (ফেরারী সতীর্থের প্রতি), ‘বলো কিভাবে জড়াবো তোমায়/অবিরল ছড়াচ্ছে রাতের বিষাদ/শূন্যতার আঁধারে দূর আকাশে নেই নীলিমা,/বেড়েছে অপরিশোধ্য ঋণ ; তার’চে/দূরেই থাকো- যেমন রয়েছে ভুলে হৃদয় সংহারি প্রিয়তমা’। (আগুন্তুকের প্রতি),‘কীর্তন ও লালনে পাপাত্মার মুক্তি, পুণ্যের শক্তি/ধারণ করো; দীক্ষা নাও মানুষ হতে,/ তা না হলে অমানুষ তুমি/আরশীনগরের খরাগ্রস্ত ভূমিতে’। (কীর্তন, লালন ও মানুষ বিষয়ক)’ পংঙ্কোক্তিগুলোই জানান দেয় সেগুলো কতোটা নান্দনিক, রোমান্টিক, চেতনাধর্মী ও ব্যঞ্জনময়। এবং ওইসব কবিতার মত আরও বেশকিছু বিশেষ বৈশিষ্ট্যের কবিতা রফিকুল ইসলাম আধারের প্রথম কাব্যগ্রন্থ ‘নির্যাস’কে সমৃদ্ধ করে তুলেছে।

Shamol Bangla Ads

নব্বই দশকের চারণ কবি রফিকুল ইসলাম আধার প্রেম-বিরহ ও বোধের কবি হিসেবে পরিচিত হলেও তিলেতিলে নিজেকে গড়ে তোলে কবিতাঙ্গনে এখন একজন সরব কবি। ‘নির্যাস’ তার প্রেম-বিরহ ও দ্রোহ-চেতনার মিশেল এবং একটি তুলনামূলক কবিতাগ্রন্থ। যে সব সংবেদনশীল পাঠক সমসাময়িক ধারার কবিতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাঁরাও এক নিঃশ্বাসে কবিতাগ্রন্থটি পড়ে নিবেন-এতে কোন সন্দেহ নেই।

আটান্ন কবিতার সমাহারে সমৃদ্ধ নির্যাস কবিতাগ্রন্থের প্রায় সবগুলো কবিতাই সুখপাঠ্য। এই কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে নব্বই দশকে রচিত ‘রেডক্রস হাতের প্রতি’, ‘প্রেম এক আর্সেনিক’, ‘যুদ্ধ ও কবিতা’, ‘ফেরারী সতীর্থের প্রতি’, ‘বালি শয্যা’, ‘বিপরীত প্রেম’, ‘অবশেষে’, ‘তুমি আমার কেউ নও’, ‘বাংলাদেশের চোখে ঘুম নেই’, ‘অতৃপ্ত আত্মার প্রত্যাশা’ ও ‘জনকের প্রতি’র মতো প্রথমার্ধের কুড়িটি জনপ্রিয় কবিতা। অথচ দীর্ঘ সময়ের ফারাকে বুঝার উপায় নেই যে, সেই কবিতাগুলো কতটা পূর্বের রচিত। এছাড়া সাম্প্রতিককালে রচিত কবিতাগুলোর মধ্যে ‘তবুও খুঁজি তোমায়’, ‘তুমি এলে’, ‘যদি দাও’, ‘তুমি আসবে বলে’, ‘আগন্তুকের প্রতি’, ‘কীর্তন, লালন ও মানুষ বিষয়ক’, ‘কবিতার পরিবেশ’, ‘তলাবিহীন ঝুড়ি ও বাসন্তীর গল্প এখন’, ‘দুর্নীতি নিপাত যাক’, ‘বুঝদার বন্ধুর প্রতি’, ‘অতএব’, ‘যেমন পৃথিবী চাই’, ‘স্বপ্নচারীরাই পৃথিবীর আশির্বাদ’, ‘কবির লিঙ্গে দাও স্ত্রী’, ‘ইভটিজিং’, ‘ভুল মানুষে চলা’, ‘মানুষ মনুষ্যত্ব ও মৃত্যু’, ‘কুলফি’ ও ‘নির্যাস’ প্রভৃতি উল্লেখযোগ্য। কবিতাগুলো অনায়াসে পাঠকের মনোযোগ আকর্ষণ করবে।

Shamol Bangla Ads

বলা বাহুল্য, রফিকুল ইসলাম আধারের কবিতার ভাষা দুর্বোধ্য নয়, পাণ্ডিত্যের ভারে বিব্রত নয়। বরং তার কবিতা সহজ, সাবলীল ও প্রাঞ্জল। চিন্তা ও কল্পনার স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছে তার কবিতায়। চেতনার বারুদে শাণিত একগুচ্ছ পঙক্তিমালা সন্নিবেশিত হয়েছে এই কাব্যগ্রন্থে। অর্থাৎ এটি কবির প্রথম কবিতার বই হলেও কবি যেন উত্তাল জলধির পাকা মাঝি। তাঁর কবিতায় উপমা উৎপ্রেক্ষার প্রয়োগে মুন্সিয়ানাই জানান দেয় কবির পান্ডিত্যের গভীরতা কতটুকু। কবিতার নানা বিষয়ে নিবিড় পর্যবেক্ষণে দিব্যদ্রষ্টা কবি রফিকুল ইসলাম আধারকে গতানুগতিক প্রকাশনায় আকৃষ্ট করেনি। বরং গ্রন্থভূক্ত কবিতাগুলোতে কবি সময়ের দাবিতে সোচ্চার হয়েছেন।
আমার দৃঢ় বিশ্বাস, কাব্যগ্রন্থটি কবিতাপ্রেমী পাঠক, লেখক ও বিশ্লেষকদের প্রশংসা কুড়াতে সক্ষম হবে।

লেখক : প্রয়াত তালাত মাহমুদ, প্রতিষ্ঠাতা সভাপতি, কবিসংঘ বাংলাদেশ। (লেখার তারিখ : ০১/০৩/২৪ ইং)

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!