ads

সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের সঙ্গে জিতবো ইনশাআল্লাহ: হামজা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

‘মাতৃভূমিতে স্বাগত হামজা’, ‘হামজা দ্য কিং’—এসব স্লোগানের মধ্যে অন্য কিছু শোনা প্রায় অসম্ভব। ফুটবল ভক্তদের এমন উন্মাদনা হামজা চৌধুরী শুধু নিজ চোখে দেখলেনই না, রোমাঞ্চিতও হলেন। ১৭ মার্চ সোমবার সকাল ১১টা ৩৪ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। যদিও সংবাদমাধ্যমের সামনে আসতে প্রায় ঘণ্টা খানিক সময় লাগে তার। ভিআইপি গেটের সামনে এতটাই ‘অস্বস্তিকর পরিবেশ’ ছিল যে হামজা ২ মিনিটও ঠিকমতো কথা বলতে পারেননি। তবে সেই ২ মিনিটেই ভারতকে হারানোর বার্তা দিলেন তিনি।

Shamol Bangla Ads

ভিড়ের মধ্যেই বিমানবন্দরে সাংবাদিকদের হামজা বলেন, দেশে ফিরে ভালো লাগছে, আমি খুব রোমাঞ্চিত। আমার হৃদয় পরিপূর্ণ। (ভারতের বিপক্ষে) ইনশাআল্লাহ আমরা জিতব। বাংলাদেশকে নিয়ে কোচ হাভিয়েরের সঙ্গে বড় স্বপ্ন আছে আমার। ইনশা আল্লাহ আমরা জিতে উন্নতি করতে পারব।

কথা বলার পর আধ ঘণ্টার ভেতরই বিমানবন্দর ছেড়ে নিজ গ্রামের উদ্দেশে রওনা হন হামজা। আজ দিনের বাকিটা সময় হবিগঞ্জের স্নানঘাট গ্রামেই কাটাবেন তিনি। হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী বলেন, ‘আজ আমার জন্য অত্যন্ত গর্বের দিন। খুব ভালো লাগা কাজ করছে।’

Shamol Bangla Ads

হামজার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্রামবাসীরা। দেওয়া হবে সংবর্ধনাও। কাল হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি। পরশু তাঁকে ও অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলন করবেন কোচ হাভিয়ের কাবরেরা।

এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!