প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশ বাহিনী দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং তাদের অবহেলা করা যাবে না। তিনি ১৭ মার্চ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে একটি সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ওই কথা বলেন।

তিনি বলেন, যদি আইন সঠিকভাবে প্রয়োগ করা যায় এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায়, তবে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, এবং নাগরিক অধিকার কিছুই থাকতে পারে না।
ড. ইউনূস আরও বলেন, পুলিশ বাহিনীকে নতুন বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন যে, অতীতে পুলিশ খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, তবে এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে হবে।

নির্বাচনের সময় ষড়যন্ত্র তীব্র হতে পারে, তাই পুলিশকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “আমরা যুদ্ধাবস্থায় আছি,” এবং এই সময়ের সুযোগে ষড়যন্ত্রকারীরা শান্তি নষ্টের চেষ্টা করবে।
তিনি বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরে বলেন, বাংলাদেশ একটি বৃহৎ সম্ভাবনার দেশ এবং এই সম্ভাবনা বাস্তবায়িত করার জন্য একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, যা জুলাই আন্দোলনের মাধ্যমে সম্ভব হয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।
