ads

রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাহমুদউল্লাহকে বিসিবিতে চান ফারুক আহমেদ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৬, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি অবসরের ঘোষণা দেন। মাঠের ক্রিকেটে মাহমুদউল্লাহ অধ্যায় শেষ হলেও তার তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাংগঠনিকভাবে দেশের ক্রিকেটের সাথে যুক্ত হওয়ায় আহবান জানিয়েছেন বিসিবি সভাপতি।

Shamol Bangla Ads

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, আমি তাদের অভিনন্দন জানাই। আগামীতে তারা যাই করে, আমি আশা করব তারা যদি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িত থাকে, বিশেষ করে মাহমুদউল্লাহ তো ৩ ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। যদি এখনই যোগ দেয় এর চেয়ে খুশি আরও হব।’

বিসিবি সভাপতি আরও যোগ করেন, তারা বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘ সময় সার্ভিস দিয়েছে, তাদেরকে ধন্যাবদ জানাই। আমি চেষ্টা করবো যাতে তাদের সম্মান জানাতে পারি। বিসিবির সাথেই যেনো তারা থাকে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ৫০টি টেস্টে ৩৩.৪৯ গড়ে মাহমুদউল্লাহর রান ২৯১৪। ৫টি সেঞ্চুরির সঙ্গে ১৬টি ফিফটি রয়েছে তার। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে ৪৫.৫৩ গড়ে তিনি উইকেট নিয়েছেন ৪৩টি। ২৩৯টি ওয়ানডেতে ব্যাট হাতে ৩৬.৪৬ গড়ে ৫৬৮৯ রান করেছেন তিনি। পেয়েছেন ৪টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরি। ৫০ ওভারের ক্রিকেটে বল হাতে মাহমুদউল্লাহ ৪৬.৪৫ গড়ে শিকার করেছেন ৮২টি উইকেট। ১৪১টি টি-টোয়েন্টিতেটি ৮ ফিফটসহ ২৩.৫০ গড়ে তার রান ২৪৪৪। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে ২৭.৩৮ গড়ে তিনি পেয়েছেন ৪১টি উইকেট।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!