হাওর অঞ্চলের প্রবেশদ্বার ঐতিহ্যবাহী নেত্রকোণা জেলা প্রেসক্লাবের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফলাফল অনুযায়ী, সহসভাপতি পদে জাহিদ হাসান (চ্যানেল আই) সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ম. কিবরিয়া চৌধুরী হেলিম (বাংলাভিশন ও দৈনিক আমার দেশ) নির্বাচিত হয়েছেন। ১৫ মার্চ শনিবার দিনভর ভোট শেষে রাতে প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খান।

এ ছাড়া সরাসরি ভোটে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন যুগ্ম সম্পাদক নাজমুশ শাহাদাৎ নাজু (দৈনিক ভোরের ডাক), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- আনিসুর রহমান (মাই টিভি), এবং সদস্য পদে – প্রবীণ সাংবাদিক বাবু শ্যামলেন্দু পাল (দৈনিক ইত্তেফাক), খলিলুর রহমান শেখ ইকবাল (দৈনিক সমকাল), ভজন দাস (এনটিভি ও দৈনিক বণিক বার্তা) ও ডা. আবুল হোসেন তালুকদার।
প্রেসক্লাবের সংবিধান অনুযায়ী, মোট ১৯ সদস্যের কার্যকরী কমিটিতে জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি হন। সেখানে সাংবাদিক ও সাংবাদিকতা পেশায় নেই এমন দুই ধরনের ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করেন।

সাংবাদিকদের মধ্যে কোষাধ্যক্ষ সুজাদুল ইসলাম ফারাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম খান কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজ উল্লাহ চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
এ ছাড়া সাংবাদিকতা পেশায় নেই এমন ব্যক্তিদের জন্য কমিটিতে ছয়টি পদ নির্ধারিত রয়েছে। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সহসভাপতি নূরুজ্জামান নূরু, যুগ্ম সম্পাদক আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, ক্রীড়া সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ওসমান গণি তালুকাদার এবং সদস্য পদে আব্দুর মান্নান তালুকদার ও আব্দুল ওয়াহেদ।
নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ১০টা থেকে বিকাল ৪টা নাগাদ টানা ভোটগ্রহণ হয়েছে। ৬৫ জন ভোটারের মধ্যে ৬২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহসভাপতি পদে জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ম. কিবরিয়া চৌধুরী হেলিম সহ নির্বাচিত সকল কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। বিবৃতিতে নতুন কর্মকর্তাদের নেতৃত্বে সাংবাদিকতার সুষ্ঠু বিকাশের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নতুন কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
