শেরপুরে কবি-লেখক ও গবেষক ড. আবদুল আলীম তালুকদারের ২ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে ভ্রমণকাহিনী ‘বজ্র ড্রাগনের দেশে’ ও কাব্যগ্রন্থ ‘অধরা অপ্সরী’ নামে ওই দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এ উপলক্ষে শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, কবি সংঘ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ২ গ্রন্থের লেখক ও কবি সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার।
আলোচনায় অংশ নেন গাংচিল সাহিত্য সংসদের সভাপতি কবি-সাংবাদিক রফিক মজিদ, কবি সংঘ বাংলাদেশের সিনিয়র সহভাপতি কবি আরিফ হাসান, সিনিয়র সাংবাদিক মুগনিউর রহমান মনি, আবৃত্তিশিল্পী কমল চক্রবর্তী, কবি ও সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, কবি ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক, কবি হাসান শরাফত, কবি মোহাম্মদ রবিউল আলম, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি আজাদ সরকার, কবি কামরুজ্জামান বাদল, কবি নাছিম তালুকদার, কবি শাহীন খান, ছড়াকার-কবি সিনথিয়া শারমিন, প্রয়াত কবি তালাত মাহমুদের পুত্র ছড়াকার তানসেন মাহমুদ ইলহাম প্রমুখ।

বক্তারা ওই গ্রন্থ দুটি কেবল শেরপুর নয়, সারা বাংলায় সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ‘বজ্র ড্রাগনের দেশে’ ও ‘অধরা অপ্সরী’ দুটি গ্রন্থই প্রকাশিত হয়েছে নির্বাণ প্রকাশ থেকে। ‘বজ্র ড্রাগনের দেশে’ গ্রন্থের মুখবন্ধ লিখেছেন প্রয়াত কবি-কলামিস্ট তালাত মাহমুদ এবং তার সারগর্ভ তুলে ধরেছেন কবি-ছড়াকার মোস্তাফিজুল হক। এছাড়াও তার আরও তিনটি ভ্রমণকাহিনী হচ্ছে ‘হিমালয়কন্যার আঁচল আঙিনায়’, ‘আমার দেখা ভারতবর্ষ’ ও ‘জননী জন্মভূমি’।
